ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জে অর্থ আত্মসাতের অভিযোগে হোসেন রাজা (৩৫) নামে এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
১৫ ডিসেম্বর চাঁদপুর কোর্টের ফরিদগঞ্জ আমলী আদালতে এ মামলা হয়। মামলা নং- সিআর ৮৬৫/২০২৪। মামলায় তার বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬ এবং ৪২০ ধারায় অপরাধের অভিযোগ করা হয়েছে। খোরশেদ আলমের আইনজীবী নুরুল আমিন আকাশ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, অভিযুক্ত হোসেন রাজা উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের ফনিসাইর গ্রামের নুরু মেয়া বেপারীর ছেলে। ৩ বছর পূর্বে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা খোরশেদ আলমের সাথে তিনি ১৯ লক্ষ ৩৮ হাজার টাকার মাটি ক্রয়ের লিখিত চুক্তি সম্পাদন করেন এবং ১ লক্ষ টাকা নগদ প্রদান করে মাটি কাটতে শুরু করেন। অবশিষ্ট টাকা পরিশোধ না করে চুক্তির শর্ত ভেঙ্গে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি সেখান থেকে প্রায় ৩০ লক্ষ টাকার মাটি কেটে নেন। বিভিন্ন সময়ে বাদী টাকা চাইলে তাকে হুমকি ধমকি প্রদান করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করেও কোন ফল হয়নি। বাধ্য হয়ে ১৫ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী খোরশেদ আলম।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, যুবলীগ মো. হোসেন রাজা আওয়ামলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন মানুষকে হয়রানী করেছে। শেখ হাসিনা সরকার পতনের পর বেশ কয়েকদিন আত্মগোপণে থাকলেও সুবিদাগ্রহণকারী চক্রের সাথে মিসে নানান কৌশলে মানুষের সাথে পুনরায় প্রতারণা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অভিযুক্ত হোসেন রাজা।
ফম/এমএমএ/