ফরিদগঞ্জ (চাঁদপুর): স্থানীয় পর্যায়ে অভিবাসন সংক্রান্ত বিরোধ নিরসনে জিএমসি সদস্যদের মেডিয়েশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট এক্সসিসটেন্স (সিসিডিএ) এর আয়োজনে স্থানীয় আইফা কার্যালয়ে দুই দিনব্যাপি কর্মশালা বুধবার(২৫ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে।
উপজেলার পাইকপাড়া উত্তর, পাইকপাড়া দক্ষিণ , রূপসা উত্তর, রূপসা দক্ষিণ ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ সদস্যের জিএমসি কমিটির সদস্যদের এই কর্মশালায় শেষ দিনে আইনজীবি অ্যাড. ইয়াছিন আরাফাত ইকরাম, একসেস টু জাসটিস এর প্রজেক্ট অফিসার মো. আতিকুর রহমান ও উপজেলা কো-অডিনেটর মাহমুদুল হাসান বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
একসেস টু জাসটিস এর প্রজেক্ট অফিসার মো. আতিকুর রহমান জানান, নিরাপদ অভিবাসন নিশ্চিতে এবং একসেস টু জাসটিস এর প্রজেক্ট অফিসার মো. আতিকুর রহমান এনজিও সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট এক্সসিসটেন্স (সিসিডিএ) ফরিদগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে কাজ করছে। ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়নে জনপ্রতিধিসহ বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিয়ে ৭ সদস্য বিশিষ্ট জিএমসি কমিটি গঠিত হয়েছে। তাদের প্রশিক্ষণের জন্য দুই দিনের এই কর্মশালা।
ফম/এমএম/