চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গুপ্টি ইউনিয়নের আস্টাগ্রাম চৌরাস্তা মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কায় মটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রহমান হৃদয় (১৭) নামে বাইকারের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে চৌরাস্তা মোড়ে বাইকের মোড় ঘুরাতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুর রহমান উপজেলার ৭নম্বর পাইকপাড়া ইউনিয়নের উত্তর শাশিয়ালী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
রহমানের সাথে থাকা সিয়াম হোসেন জানায়, হৃদয় বিকেলে ভাড়া করা মটরবাইকে ৪ বন্ধুকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। তাদের মটরবাইক আস্ট্রাগ্রাম চৌরাস্তায় গেলে মোড় ঘুরাতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে সে নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে গাছের সাথে লেগে আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, দুর্ঘটনার বিষয়টি আমি অবগত। আইনী প্রক্রিয়া গ্রহন করার জন্য ফরিদগঞ্জ থানাকে সংবাদ দেয়া হয়েছে।
ফম/এমএমএ/