ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জ পৌরসভাস্থ সাহাপুর সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতিমধ্যেই এই সংক্রান্ত নিদের্শনা পত্র জারি করেছে।
আবুল খায়ের পাটওয়ারী ইতিপুর্বে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের টানা দুইবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষার মান উল্লেখকরার মতো পর্যায়ে নিয়ে আসার জন্য সচেষ্ট থেকে সফল হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বর্তমানে উপজেলা পর্যায়ে একটি ভাল প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। সেই হিসেবে দীর্ঘদিন ধরে একজন ভাল অভিভাবকের প্রয়োজন ছিল সাহাপুর সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের।
পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বিদ্যালয়টির সভাপতি নির্বাচিত হওয়ায় এটিও উপজেলা পর্যায়ে একটি নারী শিক্ষাকে এগিয়ে নিতে ভাল ভুমিকা রাখবে বলে আশাবাদী বিদ্যালয় সংশ্লষ্টরা।
ফম/এমএমএ/প্রচ/