ফরিদগঞ্জের লামচরে জাতির কল্যাণ কামনায় বার্ষিক গীতা হোমযজ্ঞ

ফরিদগঞ্জ (চাঁদপুর):  বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে চাঁদপুরের ফরিদগঞ্জে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের লামচর গ্রামে ৪র্থ বার্ষিক মহতী ধর্মসভা ও শ্রীমদ ভাগবত গীতা হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলাসহ জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত যোগদান করেন।

ভক্তদের ব্যাপক উপস্থিতিতে লামচর ভক্তিবেদান্ত গীতা স্কুল, শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও শ্রী শ্রী গঙ্গা মন্দির প্রাঙ্গণ ভক্তবৃন্দের মিলন মেলায় পরিণত হয়।

যজ্ঞ পরিচালনা করেন শাস্ত্রবিদ শ্রী সুধির গোস্বামী, শ্রী অমর কৃষ্ণ গোস্বামী, শ্রী হৃদয় চক্রবর্তী, শ্রী চয়ন চক্রবর্তী, শ্রী দ্বীপ পরমানন্দ পন্ডিত প্রমুখ।

গীতা যজ্ঞ অনুষ্ঠানের অন্যতম আয়োজক পরেশ চন্দ্র দাস জানান, বিশ্ব শান্তির লক্ষ্যে আমরা এই নিয়ে ৪ বছর ধরে এ যজ্ঞের আয়োজন করছি। এতে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। গীতা হোমযজ্ঞ অনুষ্ঠান দেখার পাশাপাশি প্রসাদ গ্রহণ করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম