চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরীফ হোসেন (৩১) নামে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ষোলদানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শরীফ ষোলদানা এলাকার মৃত অজি উল্যাহর ছেলে।
পুলিশ জানায়, থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন এর নেতৃত্বে এবং প্রদীপ মন্ডল, পুলিশ পরিদর্শক (তদন্ত) এর তত্বাবধানে এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অত্র থানাধীন ষোলদানা সাকিনস্থ মিজি বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মাদকব্যবসায়ী মোঃ শরীফ এর নিকট হইতে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
ফম/এমএমএ/