ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ৬০ উর্ধের বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩ অক্টোবর) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসের নির্দেশে এসআই মো. নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গুপ্টি পশ্চিম ইউনিয়নের পুর্ব লাউতলী এলাকায় অভিযান পরিচলনা করে মাদকব্যবসায়ী মো. আবু বক্কর ছিদ্দিক (৬২)কে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।
জানা যায়, গত ২০১৯ সালের মে মাসেও ২শ গ্রাম গাজাঁ ও ২০ পিস ইয়াবাসহ এই বৃদ্ধা পুলিশের হাতে আটক হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ইয়াবাসহ বৃদ্ধাকে আটকের পর মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
ফম/এমএমএ/