ফরিদগঞ্জের মাদকব্যবসায়ী ফারুক, জুয়েল ও ইমন গ্রেফতার

ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ওমর ফারুক (২৫), মোঃ সিদ্দিকুর রহমান প্রকাশ জুয়েল(৩৬) ও মোঃ ইমন হোসেন (২৪) নামে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর)  ও শনিবার ( ২৫ সেপ্টেম্বর)  দুইদিন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, থানার এসআই(নিরস্ত্র) মোঃ নাছির আহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন কালির বাজার চৌরাস্তার মাথায় পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করিয়া রাত অনুমান ২১.০৫ ঘটিকার সময় আসামী মোঃ ওমর ফারুক, পিতা-মৃত অলি উল্যাহ, মাতা-রাবেয়া বেগম, সাং-দরিকান্দি, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, এ/পি-কাছিয়ারা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এর নিকট হতে ২২ পিস ইয়াবা উদ্ধার করতঃ মাদক আইনে মামলা রুজু পুর্বক আসামীকে থানা হাজতে রাখা হইয়াছে।

অপরদিকে শুক্রবার দিনগত রাত ০৬.২৫ ঘটিকার সময় ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ নাছির আহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ফরিদগঞ্জ থানাধীন পশ্চিম বড়ালী সাকিনের পৌরসভাস্থ ০৫নং ওয়ার্ডের জয়নাল চেয়ারম্যান এর বাড়ী সংলগ্ন রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ সিদ্দিকুর রহমান প্রকাশ জুয়েল, পিতা-মৃত আব্দুল লতিফ ভূঁইয়া, মাতা-সুরাইয়া বেগম, গ্রাম-বড়ালী(পশ্চিম),থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর ও মোঃ ইমন হোসেন, পিতা-মৃত আবদুল্লাহ, মাতা-রাবেয়া আক্তার, গ্রাম-বড়ালী পশ্চিম দেওয়ান বাড়ী, থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর দ্বয়কে ১৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করতঃ মাদক আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম