ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ও রূপসা দক্ষিণ ইউনিয়নে তৃণমুল আ’লীগের বর্ধিত সভা

ফরিদগঞ্জ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (১৯ অক্টোবর ) ফরিদগঞ্জ উপজেলার দুপুরে উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ও বিকালে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমুলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে রূপসা দক্ষিণ ইউনিয়নের তৃনমুল আওয়ামীলীগের বর্ধিত সভা গৃদকালিন্দিয়া বাজারস্থ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইসকান্দার আলী সভাপতিত্বে ও আনোয়ার হোসের কালুর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আলামগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতদান আহমেদ রিপন, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন মিঠু প্রমুখ।

পরে বর্ধিত সভায় তৃণমুলের নেতাকর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইসকান্দার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অহিদুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আ: ছাত্তার পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ: কাদের খোকন, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, যুবলীগ নেতা মুকুল খান ও মনির হোসেন।

এর আগে একই দিন দুপুরে চান্দ্রা ইসাম আলী স্কুল এন্ড কলেজের হল রুমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া স্বর্ণকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল মাস্টার এবং আওয়ামীলীগ নেতা আহসান হাবিবের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডাার সহিদ উল্যা তপদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আলামগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতদান আহমেদ রিপন, কার্যনির্বাহী সদস্য আবু তালেব সর্দার, ইকবাল হোসেন মিঠু, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, যুবলীগ নেতা আকবর হোসেন মনির প্রমুখ।

বর্ধিত সভায় তৃণমুলের নেতাকর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৬জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া স্বর্ণকার , ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন(বিল্লাল মাস্টার) খান, বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা মনির হোসেন মজুমদার, আনিস বকাউল ও ইঞ্জিনিয়ার হারুর অর রশিদ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম