ফরিদগঞ্জের পাইকপাড়া ইউপি নির্বাচনে নৌকার পক্ষে ডাঃ সাগরের গণসংযোগ 

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারীর নৌকা মার্কার সমর্থনে শুক্রবার (২৫ নভেম্বর) কড়ইতলি এলাকায় গণসংযোগ করছেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর।
এ সময় তার সাথে ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আমির আজম রেজা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন,  উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম পাটওয়ারী,  জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, সেচ্ছাসেবকলীগের ১ নং বালিথুবা ইউনিয়ন এর সভাপতি রাব্বি পাটওয়ারী প্রমুখ।
গণসংযোগকালে ডা: সাগর বলেন, নৌকার প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী একজন ভালো মানুষ এবং যোগ্য প্রার্থী তিনি বিজয়ী হলে এই এলাকার অনেক উন্নয়ন হবে। সরকারি সকল পর্যায়ের সুবিদা সঠিক বন্টন করে আপনাদের মাঝে বিতরন করবেন।
জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা মিন্টু পাটওয়ারী কে দিয়েছেন, নৌকার বিকল্প নৌকা অন্য কোন মার্কা নেই। তাই আগামী ২৮ নভেম্বর আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম