ফরিদগঞ্জের চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের তিন কেন্দ্রের ভোট পুনগননার আদেশ

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিনটি কেন্দ্রের ভোটের ফলাফল পুনরায় গননার আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এর আদালত এ আদেশ প্রদান করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী চেয়ারম্যান প্রার্থী বাছির আহমেদের আইনজীবিদের একজন অ্যাড. ইয়াছিন আরাফাত।

মামলার বাদী চরদু:খিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রার্থী বাছির আহমেদ (আনারস প্রতীক) জানান, ২০২২ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত চরদু:খিয়া পূর্ব ইউনিয়নপরিষদ নির্বাচনে প্রকৃত পক্ষে আমি বিজয়ী হয়েছি। ৯টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হই। কিন্তু বাকী তিনটি কেন্দ্র যথাক্রমে ১নং ওয়ার্ড পূর্ব সন্তোষপুর সরপ্রাবি কেন্দ্র, ২নং ওয়ার্ড সন্তোসপুর দারুছুন্না ইস; আলীম মাদ্রাসা কেন্দ্র ও ৩নং ওয়ার্ড সন্তোষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কারচুপির আশ্রয় নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান মিরাজ এবং নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ জোরপূর্বক তাকে বিজয়ী করে।

এই ব্যাপারে আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা (৩০/২০২২) করি। প্রথমে আমার মামলা খারিজ হলেও চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ এর আদালতে আমি আপিল (০১/২০২৪) করি। আদালত শুনানী শেষে আমার আপিল মঞ্জুর করে এবং ওই তিনটি কেন্দ্রে পুনরায় ভোট গননার আদেশ প্রদান করেন। আদালতে আপিলকারীর পক্ষে অ্যাড. সেলিম আকবর ও অ্যাড. ইয়াছিন আরাফাত মামলা পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি অ্যাড. ইয়াছিন আরাফাত জানান, চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এর আদালত ওই তিনটি কেন্দ্রে পুনরায় ভোট গননার আদেশ দিয়েছেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম