ফরক্কাবাদ কলেজের একাদশ শ্রেণীর পাঠদানের উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর পাঠদানের উদ্বোধন হয়েছে।

বুধবার (২ মার্চ) কলেজের গান্ধী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সূজিত রায় নন্দী।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের কে কলেজের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে হবে। এজন্য ভালো ফলাফল করতে হবে। পাশাপাশি নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে আগামী দিনে তোমরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারো।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলীপ চন্দ্র দাসের সভাপতিত্বে ও প্রভাষক হাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের ম্যানেজি কমিটির দাতা সদস্য সৈয়দ আহমদ পাটওয়ারী,আমিনুল হক মজুমদার, হারুনুর রশিদ, কলেজের সহকারী অধ্যাপক এবিএম শাহ আলম, ফেরদৌসী আক্তার, রেজাউল ইসলাম, শান্তি রঞ্জন দে, মহিনুদ্দিন, শেখ খাদিজা বেগম , রেজাউল ইসলাম, প্রভাষক ফেরদৌস নূর মারুফ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় শিক্ষকমন্ডলী ফুল দিয়ে একে একে নবীন শিক্ষার্থীদের কে বরণ করে নেন।

ফম/এমএমএ/

ইব্রাহীম খান | ফোকাস মোহনা.কম