
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের নব যোগদান কৃত প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়ার নিকট দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম আর শামিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কবির আহমেদ ওসমানীর পরিচালনায় উপস্থিত ছিলেন- ফারাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিনুল হক বিএসসি, মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার,সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম তপাদার, সহ সভাপতি ওসমান গনি, সদস্য ওসমান ঢালী, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন।
এছাড়াও বর্তমান কমিটির সদস্য মাসুম ঢালি, সাইফুল ইসলাম, মোক্তার হোসেন মিয়াজি, আমিনুল আহসান, হাজেরা বেগম, মামুনুর রশীদ মিজি, দিনেশ চন্দ্র, নাহার আক্তার সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের নব নিযুক্ত প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া। তিনি ১৯৯৬ সাল থেকে শিক্ষা জীবন শুরু করেন। ২০২০ সালের ৪ আগষ্ট থেকে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বহরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন।
নতুন এই প্রধান শিক্ষক বলেন, আমি এই প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় সফলতার সহিত পাশ হয়ে আজ ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছি। তাই সকলের সহযোগিতা কামনা করি এবং আগামী ২০২৪ সালে এসএসসি পরিক্ষার্থীদের ভালো ফলাফলে জন্য আমার অক্লান্ত পরিশ্রম থাকবে। এবং ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাফল্য কামনায় শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাকদের সাথে নিয়ে কাজ করবো।
ফম/এমএমএ/