ফতেপুর পূর্ব ইউপির তৃণমূল নেতাকর্মীরা কাজী সালাউদ্দিনকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিনের ১ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দক্ষিণ লুধুয়া নয়াকান্দি বাজার  মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে কয়েকটি স্থানে পথসভা করেন তিনি।

দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে  কাজী সালাউদ্দিন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে সরকারের উন্নয়ন তথ্য প্রচার করছেন তিনি। মতনিবিময় সভায় প্রতিটি তৃণমূলের নেতাকর্মীরা কাজী সালাউদ্দিনকে চেয়ারম্যান হিসেবে পাওয়ার দাবী জানান। এবং মাননীয় প্রধানমন্ত্রী যাতে যাচাই বাছাই করে কাজী সালাউদ্দিনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনীত করেন সেজন্য দাবী জানান। দলীয় নেতারাই দলীয় কর্মীদের দুঃখ বুঝে, কাজী সালাউদ্দিনকে নৌকা প্রতীক দিলে এই ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতি আরো শক্তিশালী হবে এবং দলীয় কর্মীদের মূল্যায়ন করবে বলেও তারা জানান।

মতবিনিময় সভায় ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী কাজী সালাউদ্দিন বলেন, আমি বহুদিন ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন কর্মী হয়ে আওয়ামী লীগের জন্য কাজ করে আসছি। জীবন যৌবন সব শেষ করেছি দলের সাথে কাজ করে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন, তার অংশ হিসেবে আমি ফতেপুর পূর্ব ইউনিয়নের উন্নয়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটে জয়ী হবো। এবং জনগণকে সাথে নিয়ে ফতেপুর পূর্ব ইউনিয়নকে  একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলবো। ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সমর্থনে আছেন। সাধারণ জনগণও আমাকে চেয়ারম্যান হিসেবে পেতে চান। যার ধারাবাহিকতায় আমি চেয়ারম্যান প্রার্থী হতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের নির্দেশ মত দলীয় সকল কার্যক্রম বাস্তবায়ন করবো।

৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর শিকদার, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এমরান হোসেন চৌধুরী রাজু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তার পাটোয়ারী, সাধারণ সম্পাদক আলী মিয়া বেপারী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুক্কুর আলী বেপারী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজাহান বেপারী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি তাফাজ্জল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী জামান, যুবলীগ নেতা মোঃ শাকিল,  শাহআলম শিকদার, মোতলেব প্রধান, সোহেল প্রধান, রিপন খান, ছাত্রলীগ নেতা তাহের প্রমুখ। উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন বেপারী, উপজেলা কৃষকলীগ নেতা মানিক বেপারী সহ দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে তাফাজ্জল হোসেন মেম্বার বলেন, কাজী সালাউদ্দিন বহুদিন ধরে ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতি পরিচালনা করে আসছেন। কিন্তু তিনি জীবনে দল থেকে কিছুই পান নি। এর আগেও তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। আমরা তৃণমূলের নেতাকর্মীদের দাবী এবার তাকে দল চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন। জাহাঙ্গীর শিকদার বলেন, আমাদের এই ইউনিয়নে হাইব্রীড হয়ে বিদেশ থেকে এসে চেয়ারম্যান হয়ে যায়।অথচ ইউনিয়নের ত্যাগী নেতারা চেয়ারম্যান হতে পারে না। তাই আসন্ন নির্বাচনে দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, যাচাই বাছাই করে ত্যাগী নেতা কাজী সালাউদ্দিনকে নৌকা প্রতীকে মনোনীত করতে হবে।

তাজুল ইসলাম ও এমরান হোসেন রাজু বলেন, আমরাও চেয়ারম্যান প্রার্থী। কিন্তু কাজী সালাউদ্দিন যেভাবে শ্রম দিয়ে এই ইউনিয়নে রাজনীতি টিকিয়ে রেখেছেন, সে হিসেবে তিনিও নৌকা প্রতীক পাওয়ার কথা। যদি দল তাকে মনোনয়ন দেয় তাহলে আমরাও নৌকা প্রতীকে পক্ষে কাজ করবো। এছাড়াও সকল বক্তারা কাজী সালাউদ্দিনকে নৌকা প্রতীকের চেয়ারম্যান হিসেবে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম