ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান প্রার্থী কাজী সালাউদ্দিনের মতবিনিময়

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর  উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী সালাউদ্দিনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর)  বিকালে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। তে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা মোস্তফা মিয়াজী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী সালাউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, আমি বহুদিন ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন কর্মী হয়ে আওয়ামীলীগের জন্য কাজ করে আসছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন, তার অংশ হিসেবে আমি ফতেপুর পূর্ব ইউনিয়নের উন্নয়ন করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটে জয়ী হবো। এবং জনগণকে সাথে নিয়ে ফতেপুর পূর্ব ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলবো।

ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহাদাত মিয়াজী পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ প্রধান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এমরান হোসেন চৌধুরী রাজু, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মীর, যুবলীগ নেতা কবির মৃধা, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সালাম মিয়া, আওয়ামীলীগ নেতা মোস্তফা প্রধান, সাহেব আলী মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তাজুল পাটোয়ারী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুক্কুর আলী মোল্লা, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজাহান বেপারী, সাধারণ সম্পাদক মোশাররফ মিয়াজী, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাফাজ্জল মেম্বার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সিপাই, ছাত্রনেতা রিয়াদ, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা প্রমুখ।

এসময় দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  উপস্থিত সকল জনগণ ও নেতাকর্মীরা চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী সালাউদ্দিনকে সমর্থন জানান এবং চেয়ারম্যান হিসেবে পাওয়ার দাবী জানান।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম