প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সেবা দিতে প্রস্তুত মতলব উত্তর ফায়ার সার্ভিস স্টেশন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছৈয়ালকান্দি গ্রামে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

২৯ জানুয়ারী সেবা দিতে প্রস্তুতি শুরু করে মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। তবে অনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের তারিখ এখনও নির্ধারন করা হয়নি।

২ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৪৯৫ টাকা বায়ে তিন তলা বিশিষ্ট মতলব উত্তর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে চাঁদপুর বিভাগ। ফায়ার সার্ভিস | সিভিল ডিফেন্স স্টেশনে এসেছে নিয়োগপ্রাপ্ত জনবল। এছাড়া পাঠানো হয়েছে প্রয়োজনীয় সকল সরঞ্জাম।

স্থানীয় বাসিন্দারা বলেন, স্টেশনটি চালু হলে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারসহ সেবার বিষয়ে উপজেলাবাসী উপকৃত হবে। স্টেশনটি চালু হচ্ছে এমন খবরে উপজেলাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জনবলসহ ১টি পানিবাহী গাড়ি ও ১টি পাম্প টানা গাড়িসহ সকল সরঞ্জাম দেয়া হয়েছে। এখন থেকে উপজেলায় আগুন লাগাসহ যেকোন সমস্যা সমাধানে ফায়ার সার্ভিস মুখ্য ভূমিকা পালন করবে। অফিসের ফোন নাম্বার ০১৩১৬৫০৮০৫০ জনগণের জন্য ২৪ ঘন্টা খোলা থাকবে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম