প্রেসিডিয়াম সদস্য হওয়ায় মায়া চৌধুরীকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের অভিনন্দন

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) আওয়াামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় দলের সভাপতিমন্ডলীতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) কে অন্তর্ভুক্ত করা হয়। সভার একটি সূত্র বিষয়টি গনমাধ্যশকে নিশ্চিত করেছেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী চাঁদপুর গর্বিত সন্তান, মহান মুক্তিযুদ্ধের গর্বিত বীর সেনানী বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী চাঁদপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মতলবের মাটি মানুষের প্রাণ প্রিয় অভিভাবক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম কে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম