
যুবক অনার্য
আজ শেষ দেখাটা হয়ে গেলো
সে বললো: নিজের প্রতি যত্ন নিও
দিনকাল ভালো না সাবধানে থেকো।
আমি কিছুই বলিনি।
অনুরোধ করে বললো সে : আমাকে
কিছু বলবে না!
কিছু না বললে হয়তো কষ্ট পাবে
তাই বলতেই হলো- তুমি ভালো থেকো।নিজেকে যত্নে রেখো।
সে: আমাকে নকল করলে বুঝি!
বলেই হেসে ফেলেছিলো
কী নিষ্পাপ হাসি।
একটি বৈশিষ্টহীন বিচ্ছেদ
ঘটনা সাধারণ সাদামাটা
ওর ভালো পাত্র পাওয়া গিয়েছিলো
আমার লেখাপড়া শেষ করতেই
লেগে যেতো আরও তিনটি বছর
তারপর চাকুরী পেলেই তবে বিয়ে,
অতোটা সময় কেউ কি দেয়!
বিলু চলে গিয়েছিলো;
চলে যেতে দিয়েছিলাম?
বহুদিন পর চিঠিতে বিলু লিখেছিলো-
তোমার বিকল্প কেউ নেই।
বহুদিন পর কবিতায় আমি লিখে দিলাম-
বিচ্ছেদ বিলুপ্ত হলে প্রেম ফুরিয়ে যায়
আমাদের বিরহকলি আজও
ফুল হয়ে ফোটে প্রতিটি প্রেমিক
ও প্রেমিকার তুমুল বসন্ত দিনে।