প্রানঘাতি ক্যান্সারে আমরা কারো অকাল মৃত্যু চাই না: মোস্তাফিজুর রহমান

চাঁদপুরে তথ্য অফিসের এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায়

চাঁদপুর: চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পর্যায়ে “এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪” সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে চাঁদপুর স্কাউটস ভবন হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।
তিনি উপস্থিত শিক্ষার্থী ও স্কাউটসদের উদ্দেশ্যে বলেন, যারা এখানে এসেছো তোমরা তোমাদের বন্ধুদের আজকের এইসব জানা তথ্যগুলো বলবে। আশাকরি এখান থেকেই হাজার হাজার শিক্ষার্থীরা তোমাদের কাছ থেকে জানবে এবং এই রোগ সম্পর্কে সচেতন হবে। শুধ চাঁদপুরেই নয় পুরো বাংলাদেশে এই সচেতনতা ছড়িয়ে পারবে। প্রানঘাতি ক্যান্সারে আমরা কারো অকাল মৃত্যু চাই না।

এডিসি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদেরও অনেক বড় দায়িত্ব রয়েছে। আপনাদের অনুরোধ করবো যা আপনারা এখান থেকে জেনেছেন তা আপনাদের শিক্ষার্থীদেরকে উদ্ধুদ্ধ করবেন এবং সচেতন করবেন।

বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা শাখার কমিশনার শামসুল আমিনের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ইউসুফ, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা শাখার সম্পাদক অজয় ভৌমিক, সহকারি পরিচালক পূরবী সরকার শম্পা, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়া পলাশ প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও এইচপিভি টিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা তপন বেপারী।

সঞ্চালনার দায়িত্ব করেন জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী মরিয়ম আক্তার ও গীতা পাঠ করেন সম্প্রীতি চক্রবর্তী।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম