মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্ধিত সভায় যোগ দিতে চাঁদপুর-২ আসন থেকে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ক্যাটাগরিতে আমন্ত্রণপত্র পেয়েছেন সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সুযোগ্য পুত্র তানভীর হুদা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক সাক্ষরিত বিএনপির বর্ধিত সভায় এক আমন্ত্রণ পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
আগামী ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বর্ধিত সভার আয়োজন করেছে বিএনপি। ওই সভায় সারাদেশের নেতাকর্মীরা বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে আমন্ত্রণ পেয়েছেন। কেউ সংসদীয় আসনে দলীয় প্রাথমিক প্রার্থী হিসেবে, কেউ কেন্দ্রীয় ও বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কেউ জেলা, উপজেলা ও পৌরসভার সভাপতি/সেক্রেটারী হিবেবে। যারা আমন্ত্রণ পেয়েছেন শুধু তারাই বিএনপির বর্ধিত সভায় যোগদন করতে পারবেন বলে জানা গেছে।
এদিকে চাঁদপুর-২ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ক্যাটাগরিতে বিএনপির বর্ধিত সভায় যোগ দিচ্ছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। এ ব্যাপারে তিনি তার অনুভূতি তুলে ধরে বলেন, আমি মহান আল্লাহ তায়ালার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমার বাবা ও আমাদের পরিবারের প্রতি মানুষের ভালবাসা ও দোয়া এত পরিমাণ যে এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি মানুষের ভালবাসায় বেঁচে থাকতে চাই।
তানভীর হুদা আরো বলেন, গত ২০১৮ সালের নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী বা প্রার্থী ছিলেন শুধু তাদের মধ্যে থেকেই এবার প্রাথমিক ভাবে বাছাই করা হয়েছে। দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি প্রাথমিকভাবে মনোনীত হলাম। এজন্য সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা এবং আমার নেতা আগামীর দেশ নায়ক তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমানের একটাই ম্যাসেজ মানুষের কাছে যেতে হবে, মানুষের মন জয় করতে হবে। আমি আমার নেতার এই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, চাঁদপুর-২ আসন থেকে আর কেউ এই ক্যাটাগরিতে আমন্ত্রণপত্র পেয়েছে কি না তা আমি জানি না। আমি মতলবের আপামর জনগণকে ভালবাসি। তাদের সঙ্গেই সুঃখে দুঃখে থাকতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।
দলীয় সূত্র জানায়, এবারের বর্ধিত সভায় মূলত চারটি ইস্যু গুরুত্ব পাবে। এগুলো হলো, ৫ আগষ্টের পর দেশের চলমান পরিস্থিতি, এয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, মিত্র দলগুলোর সঙ্গে সুসম্পর্ক অটুট রাখা।
ফম/এমএমএ/আরাফাত/