চাঁদপুর: চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে প্রাণির জন্য তৈরী ভেজাল ১৫ কাটন ভেজাল ঔষধসহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছেন।
বুধবার (২৩ মার্চ) বিকেলে মাছঘাট সংলগ্ন এলাকার জনৈক মেহরাব স্টোরের পশ্চিম পাশ হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখা চাঁদপুরে কর্মরত এসআই(নিরস্ত্র) মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ বড় ষ্টেশন-পাল বাজার সড়কের মাছ ঘাট সংলগ্ন জনৈক মেহরাব ষ্টোরের পশ্চিম পাশ হইতে ভেজাল ঔষধ ব্যবসায়ী মোঃ জুয়েল ছৈয়াল, পিতা-মোঃ লোকমান ছৈয়াল, মোঃ হেলাল মাল (৪৫), পিতা-মৃত জালাল মাল, উভয় সাং-বড় ষ্টেশন, ৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরদ্বয়কে ১৫ কাটন প্রাণির ভেজাল ঔষধ (২৪০৯৬টি ড্রপ) সহ গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/