প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণের বিষয়টি খুবই জরুরি: এডিসি

চাঁদপুরে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক সভা

চাঁদপুর : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, শাহরাস্তি, মতলব ও হাজীঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ বিষয়ে ৩ বছর মেয়াদী প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব বভনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেষ্টুরেন্টে সভার আয়োজন করা হয়। সভায় সংশ্লিষ্ট চিকিৎসা সেবা কেন্দ্রের চিকিৎসক ও সেবা প্রদানকারী ব্যাক্তিরা অংশগ্রহন করেন।

সরকারের স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করে জনস হপকিন্স ইউনিভার্সিটি এপিলিয়েডের ইন্টারন্যাশল অর্গনাইজেশন। সংস্থাটি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ বিষয়ে ধরণের ২১ জেলায় কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক ডাঃ ইলিয়াছ। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার।

তিনি বক্তব্যে বলেন, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণের বিষয়টি খুবই জরুরি। এটি বাস্তবায়নে সংস্থাটি চাঁদপুরে যে কাজ করেছে তা খুবই প্রয়োজন ছিল। তবে এই পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদের নয়, ছেলেদেরকে পদ্ধতির আওতায় আনতে হবে। সকলের অংশগ্রহন থাকলে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। আমার অনুরোধ থাকবে আপনাদের পরবর্তী প্রকল্পে যেন পরিবার ছোট রাখার বিষয়ে ছেলেদের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব দেয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, বিএমএ সভাপতি ডাঃ নুরুল হুদা।

প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ বিষয়ে চাঁদপুরে গত ৩ বছরে পূর্ববর্তী অবস্থা, জনসচেনতনা বৃদ্ধি, সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেয়ার পরবর্তী উন্নতি সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনস হপকিন্স ইউনিভার্সিটি এপিলিয়েডের ইন্টারন্যাশল অর্গনাইজেশন এর কান্ট্রি লীড ডাঃ সেতারা রহমান।

চাঁদপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাঃ এ.কে.এম. আমিনুল ইসলাম।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম