প্রবাসী প্রেমিকের বিয়ের খবরে কলেজ শিক্ষার্থী প্রেমিকার আত্মহত্যা

চাঁদপুর : স্বর্ণালী আক্তার। বয়স ১৮। পড়েন দ্বাদশ শ্রেনীতে। মুঠো ফোনে কথা বলার এক পর্যায়ে প্রেম হয় প্রবাসী এক যুবকের সাথে। দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল ঠিকঠাক। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন যে জানতে পারে প্রবাসী প্রেমিক অন্যত্র বিয়ে করেছেন। এমন সংবাদ সইতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

রোববার (৩০ জুলাই) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ওই মেয়েটির নানার বাড়ী। স্বর্ণালী আক্তার একই উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের মৃত আক্তার হোসেন’র মেয়ে। সে এইচএসসি পরীক্ষার্থী ছিল।

সোমবার (৩১ জুলাই) রাতে এই বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান  বলেন, সন্ধ্যা পর্যন্ত ওই কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মৃতের মামা নাজমুল হুদা বুলবুল জানান, দুই বছর পূর্বে বাবা মারা যাওয়ার পর স্বর্ণালী তার মায়ের সাথে আমাদের বাড়িতে থেকে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে পড়াশোনা করতো। সে এবছরের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় অংশ গ্রহনের জন্য সকল প্রস্তুতিও নিয়েছিল সে।

স্বর্ণালীর কলেজের সহপাঠি রুনা, তাসলিমা আক্তার ও তাসলিমাসহ আরো কয়েজন জানান, জনৈক সৌদি প্রবাসী আহ্সান সজীব নামে এক যুবকের সাথে মুঠো ফোনে স্বর্ণালীর প্রেম গড়ে উঠে। কয়েকদিন পূর্বে স্বর্ণালী মুঠো ফোনের মাধ্যমে জানতে পারে প্রেমিক আহ্সান সজীব তাকে বিয়ে করবে না। সে অন্যত্র বিয়ে করেছে। এতে প্রেমিক-প্রেমিকার বিরোধ সৃষ্টি হয়। হতাশাগ্রস্ত হয়ে রোববার দুপুরে কলেজ থেকে তাঁর নানার বাড়িতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে প্ররণ করা হয়। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম