প্রবাসীর মরদেহ দেশ পাঠানোর ব্যবস্থা করলেন ব্যবসায়ী সুমন

সৌদি আরব থেকে ইকবাল কবির শাওন: নানা কারণে প্রবাসীদের মৃত্যু হলে দেশে মরদেহ পাঠানো কঠিন হয়ে পড়ে। যার কারণে দেশে স্বজনদেরকে সরকারের সংশ্লিষ্ট সংস্থা কিংবা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে মরদেহ দেশে আনার ব্যবস্থা হয়। তবে এবারের ঘটনাটি একটু ভিন্ন ধরণের।

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা সৌদি প্রবাসী কালাম সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়। হাসপাতালে কর্তৃপক্ষ তার চিকিৎসা বাবদ খরচ ৭ লক্ষ ৫০ হাজার টাকা পাওনা হন। যার ফলে তার হাসপাতালে খরচ দিতে না পারায় নিহত সৌদি আরব প্রবাসী কালামের লাশ দীর্ঘ দিন হাসপাতালে পড়ে থাকে। তার লাশ এভাবে হাসপাতালে পড়ে থাকার খবর শুনতে পেয়ে মক্কার বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশী মিজানুর রহমান সুমন তার সম্পূর্ণ দায়িত্ব নেয় এবং হাসপাতালে ৭ লাখ ৫০ টাকা খরচ দিয়ে সৌদি প্রবাসী কালামের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করেন।

সবশেষ জানাগেছে, কালামের মরদেহ দেশে এসেছে এবং দাফন সম্পন্ন হয়েছে। তার স্বজনরা অর্থ খরচ ও মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করায় মক্কার ব্যবসায়ী মিজানুর রহমান সুমন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম