প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিনের রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানকল্পে বিদায় সংবর্ধনা

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজ। এ কলেজের অত্যন্ত জনপ্রিয় ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন। তিনি ১৪ বিসিএস এর মাধ্যমে ১৯৯৩ সালের নভেম্বরে লক্ষ্মীপুর সরকারি কলেজে যোগদানের মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে চাকুরি শুরু করেন।

২০১২ সালের ১৪ অক্টোবর চাঁদপুর সরকারি কলেজে যোগদান করে সুদীর্ঘ নয় বছর তিনি মেধা, প্রজ্ঞা ও শ্রম দিয়ে চাঁদপুরের শিক্ষার্থী ও অভিভাবকদের মনে স্থান করে নিয়েছেন। এর আগে তিনি ফেনী সরকারি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে চাকুরি করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-২ শাখার উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক সরকারি আদেশে তাঁকে চাঁদপুর সরকারি কলেজ থেকে রায়পুর সরকারি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ) বেলা এগারটায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাকক্ষে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকারের সভাপতিত্বে প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিনের বিদায় সংবর্ধনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। স্বল্প পরিসরে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হাফেজ মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ারের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রফেসর আলাউদ্দিনের সুদীর্ঘ কর্মজীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ রফিক উল্যাহ, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ বেদারুল আলম, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক আলমগীর হোসাইন।

উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের সরকার মোহাম্মদ আলাউদ্দিন এর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘‘প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তিনি সততার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। চাঁদপুর সরকারি কলেজ তাঁর কাছে চিরঋনী হয়ে থাকবে। প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন এর মত একজন ডাইনামিক লোককে অধ্যক্ষ পদে পদায়ন করায় মাননীয় শিক্ষামন্ত্রী চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা: দীপু মনি এম পি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’’

প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘‘দীর্ঘ দিন এক প্রতিষ্ঠানে চাকুরি করায় প্রতিষ্ঠানের সাথে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠে। আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি সেজন্য চাঁদপুর সরকারি কলেজের সকল সহকর্মী শিক্ষকবৃন্দসহ চাঁদপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করি।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম