
চাঁদপুর: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীন জনগণের জন্য অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর তৃতীয় পর্যায়ের চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১০ টি নির্মাণাধীন ঘরের চলমান কাজ পরিদর্শন করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া গ্রামে নির্মিত এই ঘর গুলির চলমান কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী ও জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আহম্মেদ হোসাইন, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল ও ওয়ার্ড মেম্বার মোঃ মনির হোসেন।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস প্রকল্পের কাজ যাতে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং নির্মান ডিজাইন ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ঘর নির্মীত হয় এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট সংকলকে নির্দেশনা দেন।
ফম/এমএমএ/