প্রধান শিক্ষক দুলাল গোস্বামীর  অবসরজনিত বিদায় সংবর্ধনা

চাঁদপুর: গত ১৩ ডিসেম্বর বুধবার  একটি সফল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো চাঁদপুর পৌর পুরান বাজার  ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট জামিল হায়দার বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র জনাব মোহাম্মদ আলী মাঝি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির হাত ধরে দেশের শিক্ষা ব্যবস্থা এখন বহুদূর এগিয়ে গেছে। আর এই শিক্ষা ব্যবস্থাকে বাস্তবে কার্যকর করার জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন দুলাল চন্দ্র গোস্বামী স্যারসহ দেশের লক্ষ লক্ষ শিক্ষক। আজ দুলাল চন্দ্র গোস্বামী স্যারের অবসর গ্রহণের মধ্য দিয়ে আমরা একজন নিবেদিত প্রাণ শিক্ষক হারালাম।

বক্তৃতার এক পর্যায়ে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং বিদায়ী অতিথিকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গনেশ চন্দ্র দাস ও পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ৩নং বালক স.প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন পাটোয়ারি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং বালিকা (সি হল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা নাসরীন,২নং বালিকা (আবা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষমা বণিক, শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি কবি বি এম ওমর ফারুক, সহ সভাপতি জাকির হোসেন খান শিপন,সদস্য তাপস দত্ত, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নাজনীনা নবী, মোবারক হোসেন বেপারি, তাসলিমা বেগম, দুলাল চন্দ্র গোস্বামীর সহধর্মিণী শিক্ষিকা তাপসী চক্রবর্তী, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক বিমল চৌধুরী, মিজানুর রহমান, শাওন পাটোয়ারি , বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ,অভিভাবকগণ ও ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী স্যারের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সুখ, শান্তি ও সুস্থতা কামনা করেন। উল্লেখ্য,দুলাল চন্দ্র গোস্বামী বিগত ১৪ এপ্রিল ২০১৯ সালে ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি উত্তর-পশ্চিম  তরপুরচন্ডী স্কুলসহ বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন।গত ২৯ এপ্রিল,২০২৩ তাঁর  চাকুরীজীবনের পরিসমাপ্তি ঘটে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম