শেখ হাসিনাকেও ১৯ বার হত্যা চেস্টা করেছে রাজাকারেরা : এমএ কুদ্দুস

মতলব উত্তরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্ল্যাহ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন প্রমুখ। এসময় উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পরও রাজাকারেরা পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেস্টা করেছে বিভিন্ন ভাবে। ২০০৫ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর বাহিনী ঐ বিএনপি জামায়াত। কিন্তু মহান আল্লাহ শেখ হাসিনাকে বাচিঁয়ে রেখেছেন। সেদিন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ প্রাণ হারায়। এই হল বিএনপি জামায়াতের রাজনীতি।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্র করছে। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে আগামী নির্বাচন নিয়ে বিগত দিনের মত বিএনপি জামায়াত দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম