চাঁদপুর (মতলব): মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে উপজেলার সুজাতপুর বাজারে ইউনিট আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধানের সভাপতিত্বে ও ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে জনগনের ম্যানডেড নিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হয়। বিএনপি জামায়াত সেই আগের মত দেশে দাঙ্গা হাঙ্গামা আর সন্ত্রাস নৈরাজ্য করছে। কিন্তু জনগণ তা কখনো মেনে নিবে না।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যা চেস্টা করেছে একাত্তর ও পচাত্তরের রাজাকার বাহিনী। এরপরও তারা খান্ত হয়নি। বছর বছর যুগে যুগে তারা দেশে অশাস্তি সৃষ্টি করেছে। দেশের মানুষের জানমাল ক্ষতি করে চলেছে। বিএনপি মানেই সন্ত্রাসী দল, তারা একযোগে সারাদেশে বোমা হামলা করেছে। দেশের মানুষ সেই দিন কতটা ঝুঁকিতে ছিল। মানুষের অনিরাপত্তায় ছিল। এধরনের সন্ত্রাসী কর্মকান্ড তারা একের পর এক চালিয়ে যাচ্ছে।
এমএ কুদ্দুস বলেন, সন্ত্রাসী করলে কখনো জনগণ মেনে নিবে না। আওয়ামী লীগ কখনো দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না। আওয়ামী লীগ উন্নয়নে বিশ^াসী, জনগণের ভালবাসায় বিশ^াসী। আর জনগণের সেই মূল্যবান মতামত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন। এনালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশ হিসেবে রুপান্তরিত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী। যার সুযোগ সুবিধা আমার সবাই ভোগ করছি। তাই আগামী জাতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
আরো বক্তব্য রাখেন, সাবেব যুবলীগ নেতা নিজাম উদ্দিন রাঢ়ী, সুলাতানাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহজালাল মাস্টার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, ইউপি সদস্য বেনজির আহমেদ, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, এখলাছপুর ইউনিয়ন যুবলীগ নেতা মনির হোসেন মুন্না, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা তামজিদ সরকার রিয়াদ প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/