প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি : এমএ কুদ্দুস 

মতলব উত্তরের তাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২২নং তাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুলাই) সকালে স্কুল অডিটোরিয়ামে আয়োজিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান। আরো বক্তব্য রাখেন, সমাজসেবক আঃ ছাত্তার মাস্টার, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ বশির উদ্দিন, সাবেক ইউপি সদস্য আমির হোসেন, চরপাথালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, নন্দলালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন দাস, তাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রচনা রানী, দাতা সদস্য সোহরাব হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সোলেমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ এতটা উন্নয়ন হতো না। বাংলাদেশ মাথা উঁচু করে দাড়িয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতেই। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে জনগণ।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা খাতে সরকার অতুলনীয় উন্নয়ন করেছেন। প্রতিটি স্কুলে আধুনিক ভবন, শিক্ষা সামগ্রী, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ সহ সকল খাতে উন্নয়ন করেছেন। শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব হল শিশুদেরকে ভালো ভাবে শিক্ষিত করে তোলা। তাই আমি বলব সরকার যেমন দায়িত্ব পালন করেছেন, আপনারাও সকলে যার যার দায়িত্ব পালন করবেন।
এমএ কুদ্দুস বলন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীক প্রত্যাশী, সবাই আমার জন্য দোয়া করবেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম