প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মতলব উত্তরের মোহনপুরে বিক্ষোভ

মতলব উত্তর (চাঁদপুর) : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (২৩ মে) সকালে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টেয়াক্কারপুল বাজারস্থ ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

পরে যুবলীগ কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন মৃধা।
মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিল্লাল তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সরকার, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মাঝি, যুবলীগ নেতা হানিফ মাঝি, সংরক্ষিত ইউপি সদস্য উম্মুল আক্তার লাইলী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জেসমিন আক্তার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য রাজপথে নেমে যাব। সুতরাং যারাই রাজনীতি করেন, বিভিন্ন দল করেন কিন্তু শালীন কথা বার্তা বলেন এবং আচরণ ভালো করবেন।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন, ওই নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূণরায় নির্বাচিত করে সরকার প্রধান বানাতে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির বক্তব্যের আমি প্রতিবাদ ও নিন্দা জানাই এবং ওই ব্যক্তিকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম