
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আসন্ন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মিয়া ব্যক্তিগত উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে ঘনিয়ারপাড় ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারীর সভাপতিত্বে ও সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বোরহান উদ্দিন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, গজরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শহিদ উল্লা প্রধান, ষাটনল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদৌস সরকার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ লতিফ মিয়াজী, আওয়ামী লীগ নেতা ওয়াদুদ মাস্টার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন প্রামানিক প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ গোলাম রাব্বানী।
এসময় অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার নেত্রী। তাই তিনি আজ সারা বিশ্বে আলোকিত হয়েছেন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনগণ মানবিক সেবা পাবেন। একমাত্র আওয়ামী লীগ সরকারই মানুষের দুঃখ বুঝে। এবং আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মানুষের জন্য কাজ করে। তারই একটি প্রমাণ এই শিল্পপতি নাছির উদ্দিন মিয়া। যিনি নিজের অর্থ থেকে অসহায় মানুষের জন্য শীতবন্ত্র দিচ্ছেন। করোনা কালীন সময়েও তিনি নিজের জীবন ঝুঁকি রেখে মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন। তাই আমি বলব সরকারের পাশপাশি যারাই সমাজে বিত্তশালী আছেন, সকলেই অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। আমরাও থেমে নেই। সরকারের পক্ষ থেকে প্রতি বছরই শীতবন্ত্র দিয়ে আসছি। মহামারীর সময়ও সরকারের পক্ষ থেকে যথেষ্ট ত্রাণ সামগ্রী দিয়েছি। এ সহায়তা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/