মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সুজাতপুর ইউনিট আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে কারণেই আমরা আজো নিরাপদে আছি। যদি অন্য কোন দল ক্ষমতায় থাকতো তাহলে আমাদের জান-মাল কিছুই নিরাপদে থাকতে পারতাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল দেশ দিয়েছেন। ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। সেই নেত্রী শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইল। আমি দোয়া করি আরো শত বছর বেঁচে থেকে বাংলাদেশ পরিচালনা করে আমাদেরকে নিরাপদে রাখুক।
এমএ কুদ্দুস আরো বলেন, যখন বিএনপি জামায়াত ক্ষমতায় ছিল, তখন দেশে কি উন্নয়ন হয়েছে? আর এখন কি উন্নয়ন হচ্ছে, জনগণই ভালো করে দেখতে পারতেছে। আমরা পেয়েছি পদ্মাসেতু, মেট্রোরেল, পারমানুবিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেসওয়ে, সামাজিক নিরাপত্তা, বছরের প্রথম দিনে বিনামূল্যে বই সহ সকল সুযোগ সুবিধা। এত সব সুযোগ অন্য সরকার কখনোই দিতে পারতো না। বরং জনগণকে চুষে খেতো। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে চর্তুথ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিএনপি জামাতের নৈরাজ্যকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, আমি চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী যদি আমাদের যোগ্য মনে করেন তাহলে নৌকা প্রতীক দিবেন, এবং সকলকে নিয়ে নির্বাচনের মাধ্যমে এই আসনটি তাকে উপহার দিব।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহীদ উল্লা প্রধানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান। আরো বক্তব্য রাখেন, সুলাতানাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি সফিকুল ইসলাম, ফতেপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল মাস্টার, উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, সুজাতপুর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ইউপি সদস্য বিল্লাল হোসেন, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মহন, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সরকার মোঃ খোরশেদ আলম, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জনি সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/