প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সেক্টরের পাশপাশি ক্রীড়া সেক্টরেও ব্যাপক উন্নয়ন করেছেন

মতলব উত্তরে গ্রীষ্মকালীন ফুটবলে টুর্ণামেন্টে ফাইনাল খেলা

মতলব উত্তরে গ্রীষ্মকালীন ফুটবলে চ্যাম্পিয়ন খেলা উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলায় গ্রীষ্মকালীন ৫০তম ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় দল।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা প্রস্তাবিত শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, খেলাধুলায় বাংলাদেশ বর্হিবিশে^ অনেক সুনাম অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই তা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী অন্যান্য সেক্টরের পাশপাশি ক্রীড়া সেক্টরেও ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। পাশাপাশি মাদক সহ নানান অসামাজিক কার্যকলাপ থেকে দুরে থাকার অন্যতম উপায় হলো খেলাধুলা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শারীকি ও মাসনিক বিকাশ ঘটে। তাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে খেলাধুলা চালু করেছেন।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নাছির উদ্দিন মিয়া, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহ জাহান মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদসহ উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ।

খেলা নির্ধারিত সময় দুই দলে গোল না পাওয়ায় প্রাইবেকারে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ফুটবল দল ৪ -২ গোলের ব্যবধানে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন, শহিদুল হক, সহকারী রেফারি ছিলেন আক্তার হোসেন ও জামাল উদ্দিন। ধারা ভাষ্যকার ছিলেন, সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, সোহেল রানা ও লোকমান হোসেন সরকার।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম