
চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারীরা আজকে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বর্তমানে নারী জাগরণ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করতে পারেন।
রবিবার (৮ অক্টোবর) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলার একাধিক নারী সংগঠনের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নারীদের পাশে আমরা সবসময় আছি। আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে অসাধারণ উন্নয়ন হচ্ছে। বিদেশ থেকে প্রবাসীরা দেশে ফিরলে দেশের উন্নয়ন দেখে তারা অবাক হচ্ছে। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন তিনি পূরণ করছেন।
তিনি আরো বলেন, আমরা প্রতিযোগিতায় বিশ্বাস করি প্রতিহিংসা বিশ্বাস করি না। আওয়ামী লীগ কখনো অন্যায়ের কাছে মাথানত করে নাই। আজকে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক রেবেকা সুলতানা বকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপিকা খাদিজা আক্তার বকুল ও পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসমা আক্তার মনির যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপিকা তাসলিমা বেগম প্রমূখ।
ফম/এমএমএ/