চাঁদপুর: চাঁদপুরে বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০জন বেদে জনগোষ্ঠীর ৫০ দিনব্যাপী সেলাই ও কম্পিউটার ট্রেডে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সমাজ সেবা কার্যালয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকল শ্রেণী-পেশার মানুষের কথা চিন্তা করেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষ করে বেদে জনগোষ্ঠীর যাতে জীবনমানের উন্নয়ন ঘটে, তাদেরও কর্মসংস্থান সৃষ্টি হয় সেই কারণে এই প্রশিক্ষণ।
তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, ৫০ দিন ব্যাপী এই প্রশিক্ষণে প্রতিদিন বেদেরা পাবে ৪০০ টাকা করে ৫০ দিনে ২০ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পাবে ১০ হাজার টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমূখ।
ফম/এমএমএ/