মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে উঠান বৈঠক ও প্রচারণা করছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য, বিশিষ্ট শিল্পপতি, মানবতার সেবক ও বিশিষ্ট সমাজসেবক এম ইসফাক আহসান।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় লতরদি গ্রামের তার নিজ বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যে এম ইসফাক আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। সে লক্ষ্যে সকল নেতাকর্মীকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ। ইত্যোমধ্যে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শ্যামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল সারাদেশে যুবলীগের নেতাকর্মীদেরকে নৌকা মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এম ইসফাক আহসান আরও বলেন, আমার বাড়ি কলাকান্দা ইউনিয়নে। তাই এই ইউনিয়নের নৌকা প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আমি প্রচার প্রচারণা করছি। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার প্রার্থী গোলাম কাদির মোল্লাকে বিজয়ী করার লক্ষ্যে ২৮ নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিবেন। নৌকা বিজয়ী হলে উন্নয়ন অব্যাহত থাকবে। নৌকা বিজয়ী হলে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে এবং আওয়ামী লীগ সুসংগঠিত হবে। তাই সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকা বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম কাদির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মনির ছৈয়াল, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মিরাজ খালিদ সরকার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মিরাজ খালিদ সরকার, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম শ্যামল, যুগ্ম আহবায়ক মাকসুদ রহমান রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরে আলম মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক পলি শিকদার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইলিয়াস সরকার, সাংগঠনিক সম্পাদক রতন দাস, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের নেতা সাইফুল সরকার ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/