প্রধানমন্ত্রীর স্বপ্ন গড়ার অংশ হিসেবে ইসলামাবাদ ইউনিয়নে উন্নয়ন করছি : বাতেন চেয়ারম্যান

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) বলেছেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশ পরিচালনা করছেন। দুর্নীতি মুক্ত ভাবে দেশ চলছে। যাকেই দুর্নীতির সাথে জড়িত পাচ্ছেন, তাকেই আইনের আওতায় আনা হচ্ছে। তাই আগামী ইউপি নির্বাচনেও কোন দূর্নীতিবাজ বা অপপ্রচারকারীকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিবেন না। প্রধানমন্ত্রী নৌকা প্রতীক শুধু তাকেই দিবেন, যারা দুর্নীতিমুক্ত এবং জনগণের সেবায় কাজ করে, দলীয় নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকে।

শুক্রবার (০৮ অক্টোবর) বিকালে আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে ৭নং ওয়ার্ডবাসীর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রায়পুর ইসলামাবাদ গ্রামের দক্ষিণ পাড়ার জনগণ কর্তৃক মতবিনিময় সভাটি আয়োজন করা হয়।

চেয়ারম্যান বাতেন আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন উন্নত বাংলাদেশ গড়া, তারই অংশ হিসেবে আমি ইসলামাবাদ ইউনিয়নে উন্নয়ন করছি। নতুন নতুন অনেক রাস্তা ঘাটা হয়েছে। স্কুল ও কলেজ ভবন হয়েছে। কোন উন্নয়ন বাকী নেই। তারপরও আপনারা জনগণ যদি মনে করেন কোথাও কোন কাজ বাকি আছে আমাকে বলবেন, আপনাদেরকে নিয়ে তা বাস্তবায়ন করব। সরকারি বরাদ্দ না থাকলেও নিজের তহবিল থেকে করব। তিনি বলেন, আমার এই উন্নয়নকে একটি মহল মেনে নিতে পারছেন না, তাদের সহ্য হচ্ছে না। তাই ঢাকা বসেই ষড়যন্ত্র করছেন এবং নির্বাচন না আসতেই ভোট বেচা-কেনা করার খবর ছড়িয়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যার তার হাতে নৌকা দিবেন না, তিনি অবশ্যই যোগ্য ব্যক্তির হাতে নৌকা দিবেন। সুতরাং আপনারা গুজব থেকে সাবধান থাকবেন। তিনি মাননীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম, চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর জন্য দোয়া চান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের এসিষ্ট্যান্ড রেজিষ্টার (অব.) মোঃ বুলবুল আহমেদ পাটোয়ারী। ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এসএম মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু অমৃতলাল নাগ, সদস্য কাদের ওয়াহিদ, জাতীয় মানবাধিকার সমিতি ইসলামাবাদ ইউনিয়ন শাখার সভাপতি একে আজাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, রিপন প্রধান, আওয়ামী লীগ নেতা ওছমান গণি সরকার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নাজমা বেগম, সাধারণ সম্পাদক আয়েশা আক্তার মুক্তা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন হিমু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক মানিক প্রধান, ইউনিয়ন কৃষকলীগ নেতা হানিফ দর্জি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ সরকার, যুবলীগ নেতা শাহীন দর্জি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাইয়ুম বেপারী, সাধারণ সম্পাদক রাঙ্গা শিবলী, ইমন মিয়াজী, ফয়েজ মোল্লা, রাসেল সরকার, হাসান বেপারী, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

খোলা আলোচনায় বক্তব্য রাখেন, রাখাল চন্দ্র, দুলাল শীল, রফিক বেপারী, নুর হোসেন প্রধান, হরেকৃষ্ণ, বসুতুল্লাহ খান, দুলাল পাটোয়ারী, মাসুদ পাটোয়ারী, জাকির পাটোয়ারী, রাজ্জাক পাটোয়ারী প্রমুখ। সভায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই আগামী নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সাজেদুল হাসান বাবু (বাতেন) কে পাওয়ার দাবী জানান ও সমর্থন করেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম