প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সৌদি আরব গেছেন ইসফাক আহসান

মতলব উত্তর (চাঁদপুর): মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরব চারদিনের সফরে গেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান (সিআইপি)। গত ৫ নভেম্বর সকাল ৯.১০ মিনিটের একটি ফ্লাইটে দেশ করেন তিনি।

জানা গেছে, ‘ইসলামে নারী’ বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদান উপলক্ষে সৌদি আরব সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ থেকে ৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব এ সম্মেলন আয়োজন করেছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (নভেম্বর ০৬) সন্ধ্যা ৬টায় জেদ্দার হিলটনে তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন।

জেদ্দার হিলটনে সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ সফরের সঙ্গী হতে পেরে চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান এক বার্তায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হতে পেরে খুবই আনন্দ লাগছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তা বুজায় দেশ-বিদেশে ভ্রমণ করলে। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশ্ব নেতারা যে সম্মান দেন তা’র জন্য আমরা বাঙালী জাতি ধন্য। আগামী দিনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো এগিয়ে যাব।
ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম