প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে মিলাদ

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে, সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের সকল মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম খানের আয়োজনে, গতকাল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বাদআছর ৯টি ওয়ার্ডের সকল মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম