প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে চাঁদপুরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ঘর উপহার

মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন :  নাছির উদ্দিন আহমেদ

ছবি: শাহরিয়া পলাশ, ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গৃহহীন এক পরিবারকে নবনির্মিত ঘর উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের ওয়ারলেছ বাজার এলাকায় সফিকুর রহমান নামে ওই ব্যাক্তির কাছে ঘরের ছাবি হস্তান্তর করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবদুর রব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, মজিবুর রহমান ভুঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়া।

সভাপতির বক্তব্যে নাছির উদ্দিন আহমেদ বলেন, একজন নাগরিকের জন্য রাষ্ট্র নিশ্চিত করবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা নাগরিকের এই ৫টি অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আমাদের দারিদ্র বিমোচন হয়েছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সরকারের পাশাপাশি আমরা আওয়ামী লীগে মানুষের পাশে দাঁড়াই এটাই আওয়ামী লীগের নীতি। আজকে আমরা ঘর হস্তান্তর করবো, ইতোমধ্যে কয়েকজনকে দেয়া হয়েছে এবং কয়েকদিনের মধ্যে আরো দেয়া হবে। আমাদের এসব কাজের বিষয়ে মানুষকে জানাতে হবে। কারণ আজকে মানুষের পরনে কাপড়, প্রত্যেকের জন্য চিকিৎসা আছে। করোনার মত এত বড় একটি মহামারীর মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্য দেশের তুলনায় অনেক ভাল অবস্থায় আছে। এসব কথাগুলো সাধারণ মানুষকে জানাতে হবে।

সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বক্তব্যে বলেন, দেশের কোথায় কি হয়েছে জানিনা, গৃহহীনদেরকে ঘর নির্মান করে দেয়ার বিষয়টি সারাদেশে চাঁদপুর জেলা আওয়ামী লীগ দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বিষয়টি আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেও দেখেছি। আমি জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি, তিনি বলেছেন এটি খুবই ভাল কজ করেছো। এটির তথ্য রাখ। ভবিষ্যতে আমি দেখবো তোমাদের এই কাজে সহযোগিতা করা যায় কিনা। প্রধানমন্ত্রী আমাদের এই কাজের জন্য যে উৎসাহ দিলেন, এটিই আমাদের জন্য বড় পাওয়া। তাই আসুন আমরা মানুষের কল্যাণে কাজ করি। সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যের মাধ্যমে শক্তিশালী সংগঠন করি। জননেত্রী শেখ হাসিানর হাতকে শক্তিশালী করি।

এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম