প্রধানমন্ত্রীর জন্মদিনে মতলব উত্তরে এমপি রুহুলের উদ্যোগে ৩০ মসজিদে মিলাদ

মতলব উত্তর (চাঁদপুর): ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের উদ্যোগে মতলব উত্তর উপজেলার ৩০টি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী ফরাজীকান্দি উয়েসিয়া মাদ্রাসা মসজিদ, দশানী বোরহানুল উলুম আক্রামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সাড়ে পাচানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দিঘলীপাড় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দিঘলীপাড় কেন্দ্রীয় মসজিদ, দক্ষিন নাউরী দক্ষিন পাড়া জামে মসজিদ, দক্ষিন নাউরী কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার নাউরী মার্কায মসজিদ, মান্দারতলী কেন্দ্রীয় মসজিদ ও এতিমখানা, নবুরকান্দি কেন্দ্রীয় মসজিদ, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা ও এতিমখানা, বদরপুর শাহ সোলাইমান লেংটা মাজার মসজিদ, আমিয়াপুর বিবি ফাতেমা দাখিল মাদ্রাসা ও এতিমখানা সহ মতলব উত্তর ও দক্ষিন উপজেলার আরো অনেক গুলো উল্লেখযোগ্য মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

ফম/আরাফাত/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম