প্রধানমন্ত্রীর জন্মদিন ও কেন্দ্রীয় নেতাবৃ্ন্দের আগমন উপলক্ষ্যে বাতেন চেয়ারম্যানের মোটর শোভাযাত্রা

মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ৭৫তম জন্মদিন ও চাঁদপুর জেলা তৃণমূল প্রতিনিধি সভায় যোগ দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) এর উদ্যোগে এক মোটর শোভাযাত্রা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বিকালে ইসলামাবাদ ইউনিয়নের প্রতিটি সড়ক ও মতলব- ঢাকা আঞ্চলিক মহাসড়কে মোটর শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। পরে সুজাতপুরে এসে আনন্দ র‌্যালী হয়। এতে ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলী, কৃষকলীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ ও প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন।

পরে এক ব্রিফিংয়ে ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নয়ন হবেই। তাই বার বার আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় দেখতে চাই জনগণ। তিনি আরও বলেন, যার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বে পরিচিত। সেই বিশ্ব মানবতার মা, দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি দেশের উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আগামী দিনেও ইসলামাবাদ ইউনিয়নে ঢেলে সাজানো হবে। ইসলামাবাদকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, ২ অক্টোবর চাঁদপুর জেলা আওয়ামীলীগের তৃণমুল প্রতিনিধি সভায় যোগ দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে নেতৃবৃন্দকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নের সকল জনগনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তিনি প্রধানমন্ত্রী ও সকল নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম