
কুমিল্লা : মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর উপহার দেওয়া বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় উৎসব। এর চেয়ে বড় উৎসব বাংলাদেশে আর কিছু হতে পারে না। মুজিববর্ষের সফলতা এদেশের
ভূুমিহীন, গৃহহীন, অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে ঘর উপহার দেওয়া। এদেশে জাতির পিতার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে ভূমিহীন ও
গৃহহীনদের মাঝে উপহার হিসাবে জমি ও গৃহ হস্তান্তর করছেন। তার হাত ধরেই এদেশ একদিন সোনার বাংলাদেশে রুপান্তরিত হবে।
মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহ হস্তান্তর উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পযর্যায়ে উপজেলার ৩০ টি পরিবারের মাঝে গৃহ হস্তানস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয় সম্পর্কিত
স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন- প্রধানমন্ত্রীর নের্তৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। এদেশে কেউ খোলা
আকাশের নিচে থাকবে না। ভূমিহীন ও গৃহহীনদের জমির দলিলসহ তাদেরকে স্থায়ী বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে। এখন কেউ আর খাদ্যের অভাবে কষ্ট পায় না। গৃহহীনরা এখন সমাজে
নতুন করে বাঁচতে পারবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এণামুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনির হোসেন চৌধুরী, ফরিদ উদ্দিন, ওমর ফারুক, সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাছান, মৎস্য কর্মকর্তা জয় বণিক, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তাফিজুর রহমান, সমবায়
কর্মকর্তা মইন উদ্দিন হাছান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, তথ্য আপা মুনিরা বেগম, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সেক্রেটারি মোঃ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে তৃতীয় পযর্যায়ে চান্দলা ইউনিয়নে ২৩টি,
মাধবপুর ইউনিয়নে ৫টি ও সাহেবাবাদ ইউনিয়নে ২টিসহ মোট ৩০টি ঘরের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। পরে জমির দলিলসহ তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/তাচস/