চাঁদপুর: মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান) বলেছেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের এই ক্ষমতায় থাকাকে মেনে নিতে না পেরে অপশক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রকাশ্য দিবালোকে শেখ হাসিনাকে এরকম হুমকি মোটেও সহজ বিষয় নয়। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব চাঁদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, ঘুপটি মেরে রাতের আঁধারে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো শেখ হাসিনার ক্ষেত্রে সেই অপচেষ্টা আমরা সফল হতে দিবো না। তাদের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। শুধু চাঁদ নয় চাঁদের পিছনে যারা আছে সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
শনিবার (২৭ মে) দিনভর মতলব দক্ষিণ উপজলার মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের মতলব সেতুর উত্তর পাড়ে টোল প্লাজা সংলগ্ন, ৩নং ওয়ার্ডের পানির ট্যাংকি মোড়, ৬নং ওয়ার্ডের নবকলস গ্রামের আবুলের দোকানের মোড়, বরদিয়া আড়ং বাজার এবং মুন্সীরহাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্যে মিজানুর রহমান (এসি মিজান) এ কথাগুলো বলেন।
এছাড়া তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের বিগত বছর সারা দেশে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলো তুলে ধরেন এবং সর্বসাধারণের মাঝে উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগ নেতা দেওয়ান মো. তৌফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বাদল খন্দকার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজান, মতলব পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবর মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. পারভেজ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চান মিয়া বেপারী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কবির হোসেন কালু, মতলব পৌর শ্রমিক লীগের সভাপতি আল মহসিন প্রধান, ছেংগারচর পৌর ছাত্রলীগের আহ্বায়ক রাজীব মিয়া, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শহীদুজ্জামান মাসুম সরকার, পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ইদ্রিস সরকার, জাকির হোসেন, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা ওয়াদুদ প্রধান, রাসেল দেওয়ান, কুদ্দুস সরকার, গোলাম হোসেন দেওয়ান, টিপু দেওয়ান, ইমরান ফরাজি, সাকিল, পাবেল, হাবিবসহ মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/