প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে শাহরাস্তি পৌর আওয়ামীলীগের বিক্ষোভ

শাহরাস্তি (চাঁদপুর): রাজশাহীর বিএনপি নেতা কর্তৃক বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শাহরাস্তি পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২২ মে) বিকেল ৫ টায় শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) এলাকায় পৌর আওয়ামীলীগ, উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক দর্জির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশারেফ হোসেন মুশু পাটোয়ারী, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ কামাল হোসেন প্রধানিয়া, উপজেলা যুবলীগের  যুগ্ম আহবায়ক মাহফুজুল কবির, পৌর যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক তুষার চৌধুরী রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. ইমরান মনির প্রমুখ।
বিক্ষোভে পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম