
ফরিদগঞ্জ (চাঁদপুর) : অবশেষে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হলো ফরিদগঞ্জ পৌরসভা।
সোমবার (৩ জানুয়ারী) স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার বিগত ৩১-০৫-২০১১ খ্রিঃ তারিখের ৮১১ নং স্মরকমূলে জারিকৃত পরিপত্র মোতাবেক সরকার ফরিদগঞ্জ পৌরসভাকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করেছে মর্মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে মর্মে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ফারজানা মান্নান।
এর আগে সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনে মঞ্জিল নেতৃত্বাধীনকালীন ফরিদগঞ্জ পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করার জন্য মন্ত্রনালয়ে চিঠি প্রেরণ করেন। পরবর্তীতে মাহফুজুল হক পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর ফরিদগঞ্জ পৌরসভা ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নিত হওয়ার প্রজ্ঞাপন জারি করা হয় । আর বর্তমান পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বকালীন সময়ে ফরিদগঞ্জ পৌরসভা ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নিত হলো। তাঁর আমলেই মন্ত্রনালয়ে চিঠি প্রেরণ করা হয় এবং প্রজ্ঞাপনও জারি করা হয়।
এ বিষয়ে স্বস্তি প্রকাশ করে ফরিদগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী জানান, আমি আনন্দে আপ্লুত। এটি আমার নির্বাচনী ওয়াদা ছিলো। আমি তা করতে পেরেছি। আমি এই বয়সে বহুবার মন্ত্রনালয়ে দৌড়াদৌড়ি করেছি। যারা এই কাজে সহযোগিতা করেছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।
ফম/এমএমএ/প্রচ/