
চাঁদপুর: প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে সারাদেশে প্রথম আলো বন্ধুসভা একটি করে ভাল কাজ করার উদ্যোগ নেয়।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে চাঁদপুর বন্ধুসভাও সেই সূত্রে শহরের ডাকাতিয়া নদীর পাড়ে দীর্ঘ বছর ধরে বসবাসরত বেদে পল্লীর শিক্ষা বঞ্চিত অক্ষর জ্ঞান হীন ও স্কুল বিমুখ ২৫ শিশু শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের সহযোগিতা এটি বাস্তবায়ন করে চাঁদপুর বন্ধুসভার বন্ধুরা।
চাঁদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, আমরা বন্ধুসভার সদস্যরা মিলে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন বেদে পল্লীর শিক্ষা বঞ্চিত শিশুদের খুজে খুজে বের করে এনে তাদের নদীর পাড়ে বসিয়ে তাদের কে প্রত্যেককে একটি করে আদর্শলীপী বই, খাতা, সিলেট, পেনসিল, রাবার ও চক তুলে দেয়ার পাশাপাশি কিছু সময় নিজেরা হাতে কলমে শিক্ষা জ্ঞান দেয়ার চেস্টা করি। এতে তাদের বেশ আগ্রহ দেখা যায়।
তবে আমরা যখন তাদের খুজতে যাই তখন তাদের অভিভাবকরা দিতে চাচ্ছিলেন না। কারণ অভিভাবকরা জানান,নৌকায় তাদের বসবাস,মাছ ধরে অথবা ফেরি করে জীবন যাপন করতে হয়। এ জন্য লেখাপড়ায় তাদের সন্তানের প্রতি আগ্রহ কম। এ সময় আমরা তাদের আশ্বস্ত করি স্কুলে নিয়ে ভর্তিসহ পড়ালেখায় সহযোগিতা করার।
ফম/এমএমএ/