প্রত্যেকের উচিত খাবার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেয়া

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুর: চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে র‌্যালি ও পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় জনস্বাস্থ্য বিষয়ক আলোচনা উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) স্থানীয় সরকার বিভাগ গোলাম জাকারিয়া বলেন, আমরা খাওয়ার পূর্বে সাবান দিয়ে হাত ধুয়ে নেই না। এই ভূলটা আমরা অনেকেই করে থাকি। আমাদের প্রত্যেকের উচিত খাবার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেয়া।

তিনি আরো বলেন, হাত এবং মূখ থেকেই শরীরে ৮০ভাগ রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই পরিস্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। সবাই সচেতন থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। নিজের জামা কাপড়, হাত, মূখ ভালোভাবে সাবান দ্বারা ধূয়ে রাখলে এতে অনেক রোগ বালাই থেকে রেহাই পাবেন।

সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, সহকারী প্রকৌশলী সদর উপজেলা মেহেদী হাসান মামুন, হাজিগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মাহবুব আফসার, মতলব দক্ষিণ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম