
হাইমচর (চাঁদপুর): হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আজ থেকে ৬ষ্ঠ শ্রেনীর বই বিতরণ উদ্বোধন হয়েছে। এই শ্রেণীর বই আরো ৩দিন বিতরণ হবে। এসব বিষয়গুলোসহ আপনারা যারা ৬ষ্ঠ শ্রেনীতে আপনাদের সন্তান এই বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন, তাদের সাথে পরিচিত হওয়া এবং আপনাদের সাথে পারিবারিক পরিবেশে বসে কথা বলব। তখন আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে বিনিময় করবেন। কিভাবে আমাদের সন্তানদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবছরও এই প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে এসএসসি সবচাইতে ভাল ফলাফল করেছে।
শনিবার (১ জানুয়ারী) সকালে উপজেলা সদরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি দেখেছি অনেক মা নিজে বেশী পড়া লেখা করেননি। কিন্তু তারা তাদের সন্তানদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেন যা দেখে অভাব হওয়ার মত। সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন অব্যশই প্রশংসনীয়। আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি শিক্ষকরাও তাদের দায়িত্ব পালন করেন তাহলে অবশ্যই এই শিক্ষার্থীদের মধ্যে থেকে দেশ ও সমাজের নেতৃত্ব বেরিয়ে আসবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আব্দুর রহমান। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক, অভিভাবক ও সুধীবৃন্দ।
বক্তব্য শেষে উপস্থিত ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন প্রধান অতিথিসহ শিক্ষকবৃন্দ।
ফম/এমএমএ/